শ্যামলবাংলা ডেস্ক : কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার সীমান্তবর্তী চরগোরক মন্ডল এলাকার একটি আখক্ষেত থেকে অজ্ঞাত পরিচয় (৪২) এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। ২৭ জুলাই শনিবার দুপুরে লাশটি উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার গোরক মন্ডল সীমান্তবর্তী এলাকার একটি আখক্ষেতে লাশটি পড়ে থাকতে দেখে এলাকার লোকজন পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুড়িগ্রাম সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে ফুলবাড়ী থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
