শ্যামলবাংলা ডেস্ক : কথায় ভূলিয়ে ষোড়শীকে ধর্ষণের দায়ে গ্রেফতার করা হয়েছে ফরহাদ নামের এক যুবককে। দিনাজপুরের পার্বতীপুর উপজেলার রামপুর ইউনিয়নের সরকারপাড়া গ্রামে ১৬ বছরের এক কিশোরীর লোমহর্ষক ধর্ষণের ঘটনায় পুলিশ ধর্ষক ফরহাদকে গ্রেপ্তার করে। ফরহাদ একই গ্রামের আবুল কালাম আজাদের পুত্র।
শুক্রবার রাতে ওই কিশোরী বাড়ীর পাশের দোকানে সওদা করতে গেলে সুযোগসন্ধানী ফরহাদ (২০) তাকে কথায় ভুলিয়ে নিজের বাড়ীতে নিয়ে যায়। ঘটনার সময় বাড়ীতে লোকজন না থাকার সুযোগে সে কিশোরীকে জোরপূর্বক ধর্ষণ করে। কিশোরীর ডাক-চিৎকারে স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে এসে তাকে উদ্ধার করে এবং ফরহাদকে আটক করে ওই ধর্ষককে পুলিশে সোপর্দ করে।
এ ব্যাপারে পার্বতীপুর মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করা হয়েছে।
