স্টাফ রিপোর্টার : শেরপুর পৌরসভার ৭ নং ওয়ার্ডের আওতায় উত্তর গৌরীপুর এলাকায় একটি রাস্তার নির্মান কাজের উদ্বোধন করা হয়েছে। ২৬ জুলাই শুক্রবার বিকেলে তা আনুষ্ঠানিক উদ্বোধন করেন পৌর মেয়র হুমায়ুন কবীর রুমান। এসময় পৌর মেয়র পর্যায়ক্রমে এলাকার অন্যান্য রাস্তাসহ বিভিন্ন উন্নয়নের আশ্বাস দেন।
উদ্বোধনকালে অন্যান্যের মধ্যে ওয়ার্ড কাউন্সিলর মোঃ আব্দুল কুদ্দুস, সাপ্তাহিক নবযুগ সম্পাদক মোঃ মেরাজ উদ্দিন, সমাজসেবক মোঃ ইউনুছ আলী, যুব নেতা আকতার হোসেন ফর্সা, আলাল উদ্দিন, মোশারফ হোসেন বুলবুল প্রমুখ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ওই নির্মাণকাজ বাস্তবায়নে ব্যয় হবে ৫ লাখ টাকা।
