শ্যামল বাংলা ডেস্ক : মিশরের ক্ষমতাচ্যুত রাষ্ট্রপতি মোহাম্মদ মুরসিকে ১৫ দিনের কারাদণ্ড দেযায গাজা উপত্যকায ক্ষমতাসীন ফিলিস্তিনি সংঘঠন হামাস তীব্র নিন্দা জানিযেছে। দেশটির শীর্ষ প্রসিকিউটর মুরসিকে আজ এই দন্ডাদেশ দিলে হামাসের পক্ষ থেকে মিশরের প্রশাসনের প্রতি নিন্দা জানানো হয। বার্তাসংস্থা ফ্রান্স প্রেস এ খবর জানিয়েছে।
সূত্র জানায, কারাগারে হামলা চালিয়ে বন্দি ছিনতাই করতে হামাস গোষ্ঠীকে সহযোগিতা করার অভিযোগে তাকে এই কারাদণ্ড দিয়েছে আজ কায়রোর একটি আদালত।উল্লেখ্য, গত ৩ জুন মুরসির ক্ষমতাচ্যুতির পর থেকে লাগাতার বিক্ষোভ করে আসছে তাঁর দল ব্রাদারহুড।খবর রেডিও রাশিয়া।

।
