
শ্যামলবাংলা ডেস্ক : ‘গর্ভের সন্তান বলে কথা।’ ৪৩তম জন্মদিনে জয়কে নিজের হাতের তৈরি রান্না খাওয়ালেন মমতাময়ী মা শেখ হাসিনা। স্বাধীন বাংলার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার একমাত্র পুত্র সজীব ওয়াজেদ জয়। ১৯৭১ সালের এই দিনেই তার জন্ম। হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে উচ্চতর শিক্ষা গ্রহনকারী জয় যুক্তরাষ্ট্রে তথ্যপ্রযুক্তিবিদ হিসেবে কাজ করার পাশাপাশি আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার তথ্য-প্রযুক্তি উপদেষ্টা হিসেবেও দায়িত্ব পালন করছেন।
এমনি অবস্থায় মাকে পাশে পেয়ে ঘটা করে জন্মদিনের উৎসব করবেন প্রধানমন্ত্রী পুত্র জয়-এমনটা স্বাভাবিক হলেও সেক্ষেত্রে মাত্র একদিন আগে দলীয় সংসদ সদস্য গোলাম সবুর টুলুর মৃত্যুতে ব্যত্যয় ঘটিয়েছেন তিনি। একেবারেই ঘরোয়া পরিবেশে তথা পরিবারের লোকজনকে সাথে নিয়েই জন্মদিন পালন করেছেন জয়। তারপরও জয়ের জন্মদিনের আনন্দে ভিন্নমাত্রা যোগ করেছে মা শেখ হাসিনার নিজের হাতের তৈরি রান্না। এদিন নিজ হাতে মোরগ পোলাও রেঁধেছেন মা শেখ হাসিনা। আর খুন্তি হাতে রান্নায় ব্যস্ত মায়ের ছবি তুলে ফেসবুকে প্রকাশ করেছেন জয়। ফেসবুকে তিনি লিখেছেন ‘ মা আমার জন্য পোলাও রাঁধছেন! যত পোলাও খেয়েছি এর মধ্যে তার রান্না আসলেই সবচেয়ে ভালো।’ ফেসবুকে তিনি আরও লিখেছেন, ‘স্বজনদের সঙ্গে জন্মদিনটা কাটাতে পারায় তিনি ভীষণ খুশি। তিনি বাড়িতে বসে তাঁর মেয়ে সোফিয়া আর ভাগনে ভাগনিদের হইচই আনন্দ উপভোগ করছেন। খালা আর খালাতো ভাই-বোনদের কথা তাঁর খুব মনে পডছে।’ শনিবার জন্মদিনে জয়ের ফেইসবুক পেইজে প্রধানমন্ত্রীর রান্নার ছবিটি পোস্ট করা হয় সন্ধ্যা সাড়ে ৬টার দিকে।
উল্লেখ্য, ১৬ জুলাই মঙ্গলবার তিনি স্ত্রী ক্রিস্টিন ওভারমায়ার ও মেয়ে সোফিকে সঙ্গে নিয়ে দেশে ফিরেছেন। আশা করা হচ্ছে স্ত্রী-সন্তানকে নিয়ে মা শেখ হাসিনার সাথে এবার দেশেই ঈদ করবেন তিনি। সেইসাথে গত জাতীয় সংসদ নির্বাচনের মত এবারও তিনি আগামী নির্বাচন নিয়ে ভাবছেন। ইতোমধ্যে কেন্দ্রীয় যুবলীগের একটি ইফতার পাটির্তে অংশ নিয়ে বক্তব্যও রেখেছেন তিনি। উল্লেখ্য, ২০০৮ সালে জাতীয় সংসদ নির্বাচনের ইশতেহার, ডিজিটাল বাংলাদেশ গড়ার ‘মূল থিংকার’ হিসেবে কাজ করেছেন জয়, এবারও সেরকম কিছু প্ল্যান নিয়ে তিনি এসেছেন।
