ads

শনিবার , ২৭ জুলাই ২০১৩ | ২৬শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলপ্রকাশ খুব শীঘ্রই

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
জুলাই ২৭, ২০১৩ ১০:২৭ অপরাহ্ণ

biselogo_newশ্যামলবাংলা ডেস্ক : খুব শীঘ্রই চলতি বছরের ৮ টি সাধারণ, ১টি মাদ্রাসা ও ১টি কারিগরি বোর্ডসহ ১০ শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ হচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্মতি পেলে আগামী এক সপ্তাহের মধ্যে অর্থ্যাৎ ৩ বা ৪ জুলাই আনুষ্ঠানিকভাবে  এ ফল প্রকাশ হতে পারে।
আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তাসলিমা বেগম জানিয়েছেন, এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের জন্য শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে সময় চাওয়া হয়েছে। আনুষ্ঠানিক ফল প্রকাশের জন্য প্রধানমন্ত্রী যে দিন সময় দেবেন সেদিনই তা প্রকাশ করা হবে। পরীক্ষার সঙ্গে জড়িত বোর্ডের কর্মকর্তারা জানিয়েছেন, দুই দিনের যে কোন একদিন ফল প্রকাশ হচ্ছে এটা বলা যায়। তবে আজ-কালের মধ্যে ফল প্রকাশের সুনির্দিষ্ট তারিখ জানা যাবে বলে বলছেন কর্মকর্তারা। শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলছেন, সময় চাওয়ার পর সাধারণ তারিখ পরিবর্তন হয় না। তবে প্রধানমন্ত্রী ব্যস্ত থাকলেও একদিন এদিক-ওদিক হতে পারে। এর আগে ১ এপ্রিল থেকে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়। সময়সূচী অনুযায়ী লিখিত পরীক্ষা ২৮ মে শেষ হওয়ার কথা ছিল। কিন্তু বিএনপি-জামায়াত জোটের হরতাল, রাজনৈতিক অস্থিরতা এবং ঘূর্ণিঝড় মহাসেনের কারণে এইচএসসি ও সমমানের কয়েকটি পরীক্ষা পেছাতে হয় বোর্ডগুলোকে। এ কারণে এইচএসসি ও সমমানের লিখিত পরীক্ষা শেষ হয় গত ৩ জুন। শিক্ষা মন্ত্রণালয়ের ঘোষণা অনুযায়ী লিখিত পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে ফল প্রকাশ করার কথা। সে হিসাবে আগামী ৩ আগস্টের মধ্যেই ফল প্রকাশের সম্ভাবনা বেশি বলে বলছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। এ বছর ১০ শিক্ষা বোর্ডে মোট ১০ লাখ ১২ হাজার ৫৮১ জন পরীক্ষার্থী ছিল। ৭ হাজার ৮০৩টি শিক্ষাপ্রতিষ্ঠানের এ পরীক্ষার্থীরা ২ হাজার ২৮৮টি পরীক্ষা কেন্দ্রে পরীক্ষায় অংশ নিয়েছে। মোট পরীক্ষার্থীদের মধ্যে এইচএসসিতে ৮ লাখ ২৩ হাজার ২৪১ জন। আলিমে ৮৮ হাজার ৭৭৯ জন, এইচএসসি বিএমে ৯৫ হাজার ৯৫৬ জন। ঢাকার বাইরে এবারও বিদেশের ৫টি কেন্দ্রে ১৬৫ শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়।
এদিকে ফল প্রকাশের তারিখ নিয়ে নানা গুজব ছড়িয়ে পড়ায় চরম বিভ্রান্তির মধ্যে পড়েছে পরীক্ষার্থীরা। ফেসবুকের মাধ্যমে ছড়ানো গুজবে কোথাও দু’একদিনের মধ্যে আবার কোথাও ১৮ আগস্ট ফল প্রকাশ হবে বলে জানানো হচ্ছে। তবে এ ব্যাপারে শিক্ষা মন্ত্রণালয় ও বোর্ড ওই সব গুজবে কান না দিতে পরীক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন।

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!