শ্যামলবাংলা ডেস্ক : উদ্বোধনের অপেক্ষায় আছে উন্নয়ন অগ্রগতির মডেল রাজধানীর কুড়িল ফ্লাইওভার। প্রধানমন্ত্রী শেখ হাসিনা খুব শীঘ্রই এ ফ্লাইওভারের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন বলে শনিবার সাংবাদিকদের জানিয়েছেন গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী এডভোকেট আবদুল মান্নান খান। তিনি আশা প্রকাশ করেন, ৪ আগস্ট এটির উদ্বোধনের সম্ভাবনা রয়েছে। বহুল প্রতীক্ষিত ফ্লাইওভারটি একই সঙ্গে এয়ারপোর্ট রোড, প্রগতি সরণি ও পূর্বাচল নতুন সড়কে যুক্ত হবে। একই সঙ্গে ফ্লাইওভারের নিচ দিয়ে চলাচল করতে পারবে যানবাহন।
উল্লেখ্য, কুড়িল-বিশ্বরোড এলাকায় ফ্লাইওভারটির নির্মাণকাজ শুরু হয় ২০১০ সালের জুন মাসে। ফ্লাইওভারটির দৈর্ঘ্য ৩.১ কিলোমিটার। আর এটি নির্মাণে প্রথমত: ২৫৪ কোটি টাকার প্রাক্কলন ব্যয় ধরা হরেও পরে তা ৩০৬ কোটি টাকায় উন্নীত করা হয়।
