শ্যামলবাংলা ডেস্ক : অনুপ্রবেশের দায়ে মেক্সিকোতে ৯ বাংলাদেশীকে কারাদণ্ড দেয়া হয়েছে। বৃহস্পতিবার মেক্সিকোর একটি আদালত তাদের ১৫ দিনের কারাদন্ডাদেশ দেয়।
বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তির বরাতে জানা যায়, মেক্সিকোয় ২২ জুলাই সোমবার রাতে অবৈধভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশের সময় দন্ডিত ৯ বাংলাদেশীসহ ৯৪ জনকে আটক করে মেক্সিকো। সোমবার মধ্যরোতে তুক্সৎলা গুতিরেয এলাকার কাছাকাছি একটি চেকপোস্টে তাদের আটক করা হয়। গুয়েতেমালার হিউহিউতেনাঙ্গো থেকে আসা ট্রাকটিতে মেক্সিকো পুলিশ অভিবাসীদের সনাক্ত করে এক্স-রে’র মাধ্যমে। এর পর ২৫ জুলাই বৃহস্পতিবার মেক্সিকোর সিটিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তারা দেশটির অভিবাসন দফতরের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। দন্ডিত বাংলাদেশীদর সঙ্গে মেক্সিকো কর্তৃপক্ষ যোগাযোগ করতে দেবে তাদের জাতীয়তা নিশ্চিতের জন্য। আর জাতীয়তা নিশ্চিত হওয়ার পর দূতাবাস তাদেরকে ভ্রমণের অনুমতি দেবে, যাতে তারা নিরাপদে বাংলাদেশে ফিরতে পারে। এছাড়া মেক্সিকোর কর্তৃপক্ষ বাংলাদেশ দূতাবাসকে তাদের সঙ্গে ভাল ব্যবহারের এবং প্রয়োজনীয় স্বাস্থ্যসেবার নিশ্চয়তা দিয়েছে।
