শ্যামলবাংলা ডেস্ক : ক্ষমতাসীন আওয়ামী লীগ দলের সংসদ সদস্য গোলাম সবুর টুলু ফরিদপুরের ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানিয়েছে, শুক্রবার সাংসদ টুলু ব্যক্তিগত গাড়িতে বরগুনা থেকে ঢাকায় যাচ্ছিলেন। বিকেল সাড়ে ৪টার দিকে গাড়িটি ফরিদপুরের চুমোর্দি এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সঙ্গে ধাক্কা খেয়ে খাদে পড়ে যায়। এতে সংসদ সদস্য টুলু ঘটনাস্থলেই প্রাণ হারান । এসময় সংসদ সদস্যের গাড়িরচালকসহ আরও চারজন আহত হয়েছেন। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। ্এদিকে
সড়ক দূর্ঘটনায় সাংসদ টুলু নিহত হওয়ার খবর তার এলাকায় পৌছার সাথে সাথে শোকের ছায়া নেমে এসছে ।
