শ্যামলবাংলা ডেস্ক : জামিন আবেদন নামঞ্জুর করে সরকারদলীয় সাংসদ গোলাম মাওলা রনিকে কারাগারে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার দুপুরে ঢাকা মহানগর হাকিম এস এম আশিকুর রহমানের আদালতে রনির জামিনের বিষয়ে উভয় পক্ষের শুনানী শেষে জামিন নাকচ করে তাকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়। এর আগে তাকে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) আদালতে সোপর্দ করে।
আদালতে জামিনের আবেদন শুনানিকালে রনির আইনজীবী এডভোকেট কবির হোসেন বলেন, এই মামলায় গোলম মাওলা রনি রবিবার আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে জামিন নেন। তিনি জামিনে গিয়ে জামিনের কোন অপব্যবহার করেননি। এছাড়া রনি ল্যান্ড ফোনে বাদীকে হুমকি দিয়েছেন বলে দাবি করা হলেও কোন নম্বর থেকে, কখন ফোন দিয়ে হুমকি দিয়েছেন তার কোন উল্লেখ নেই। তদুপরি আসামীকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়ে তার জামিন বাতিল করা হয়। এরপরও খবর পেয়ে তিনি যখন আদালতে আত্মসমর্পণের জন্য এগুচ্ছিলেন, ঠিক তখন মাত্র দেড় ঘন্টার মাথায় তাকে গ্রেফতার করা হয়। এসময় এডভোকেট ওমর ফারুকসহ বেশ কিছু আইনজীবী রনির পক্ষে শুনানিতে অংশ নেন।
অন্যদিকে, আদালতে রাষ্ট্রপক্ষে সহকারী পুলিশ কমিশনার মিরাশ উদ্দিন রনির জামিন আবেদনের বিরোধিতা করে বলেন, এই আসামি জামিনে গিয়ে বাদীকে হুমকি দিয়েছেন বলে পুলিশের প্রাথমিক তদন্তে পাওা গেছে। আসামিকে জামিনে মুক্তি দিলে তদন্তে বিঘœ ঘটার আশঙ্কা রয়েছে। এসময় ইনডিপেনডেন্ট টিভি চ্যানেলের পক্ষে তাদের নিয়োজিত আইনজীবীরাও শুনানিতে অংশ নেন। উভয় পক্ষের বক্তব্য শুনে বেলা পৌনে দুইটায় আদেশ দেন আদালত।
পরে রনির আইনজীবীরা তাঁকে কারাগারে প্রথম শ্রেণীর বন্দীর মর্যাদা ও চিকিৎসার সুবিধা চেয়ে আবেদন করেন। আদালত এ আবেদন মঞ্জুর করে কারাবিধি অনুযায়ী ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেন। এরপর বেলা সোয়া দুইটায় আদালতের হাজতখানা থেকে রনিকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে নিয়ে যাওয়া হয়।
উল্লেখ্য, সাংবাদিক পেটানোর মামলায় বুধবার রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে গ্রেফতার হন রনি। এর আগে একই দিনে ঢাকা মহানগর হাকিম তাঁর জামিন বাতিল করে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। আর শনিবার দুপুরে রাজধানীর তোপখানা রোডের মেহেরবা প্লাজায় ব্যক্তিগত কার্যালয়ের সামনে ইনডিপেনডেন্ট টিভি চ্যানেলের দুই সংবাদকর্মী ইমতিয়াজ মোমিন ও ভিডিও চিত্রগ্রাহক মহসীন মুকুলকে মারধর করেন গোলাম মাওলা ও তার লোকজন।
