শ্যামলবাংলা ডেস্ক : অধিনায়ক মিসবাহ-উল হকের ধারাবাহিক পারফরমেন্সে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে ৫ ম্যাচের ওয়ানডে সিরিজ ৩-১ এ জিতল পাকিস্তান। বুধবার শেষ ম্যাচে এক বল বাকি থাকতে ৪ উইকেটে সিরিজ নিশ্চিত করেছে সফরকারীরা।
টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় পাকিস্তান। জুনাইদ খান, মোহাম্মদ ইরফান ও সাঈদ আজমল বল হাতে দারুণ পারফরমেন্স করেছেন। জুনাইদ তিনটি এবং ইরফান ও আজমল দুটি করে উইকেট দখল করে ম্যাচ নিয়ন্ত্রণে রাখেন।
ক্যারিবীয়দের পক্ষে ৪৮ রানের সেরা ইনিংস খেলেন অধিনায়ক ডোয়াইন ব্রাভো। এছাড়া মারলন স্যামুয়েলসের ৪৫ ও ওপেনার জনসন চার্লসের ৪৩ স্বাগতিকদের ব্যাটিংয়ে অবদান রাখে। ২৯ রানের হার না মানা ইনিংস খেলেন ড্যারেন স্যামি।
লক্ষ্যে নেমে উদ্বোধনী জুটিতে নাসির জামশেদকে নিয়ে ৫১ রান দলে যোগ করেন আহমেদ শেহজাদ। মিসবাহ ব্যাটিং উইকেটে নেমে তার সঙ্গে ৫৯, হ্যারিস সোহেলকে নিয়ে ৩৭ ও উমর আকমলকে নিয়ে ৬৬ রানের সেরা জুটি গড়েন। পাঁচ ম্যাচে চতুর্থ ফিফটিতে দলকে সিরিজ জেতান সফরকারী অধিনায়ক।
জয় থেকে এক রান দূরে থাকতে জ্যাসন হোল্ডারের শিকার হন মিসবাহ। ৬৩ রানের দ্বিতীয় সেরা ইনিংস খেলে তিনি। এ বছরের ওয়ানডের রান সংগ্রহকারীর তালিকায় বর্তমানে শীর্ষে এই ব্যাটসম্যান। শহীদ আফ্রিদি ১৩ ও আজমল ১ রানে অপরাজিত থেকে জয়ে মাঠ ছাড়েন। সবচেয়ে বেশি ৬৪ রান এসেছে শেহজাদের ব্যাট থেকে। ক্যারিবীয় পেসার টিনো বেস্ট তিনটি উইকেট দখল করেছেন।
ম্যাচসেরা তো বটেই, সিরিজ সেরাও হয়েছেন মিসবাহ। ২৬০ রানে সিরিজের সর্বোচ্চ রান সংগ্রহকারীও তিনি।
স্কোর :ওয়েস্ট ইন্ডিজ: ২৪২/৭ (৫০ ওভার)
পাকিস্তান: ২৪৩/৬ (৪৯.৫ ওভার)
ফল: পাকিস্তান চার উইকেটে জয়ী