শ্যামলবাংলা ডেস্ক : সাংবাদিক পেটানোর মামলায় সরকার দলীয় সংসদ সদস্য গোলাম মাওলা রনির গ্রেফতারের প্রতিক্রিয়ায় তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, গণমাধ্যমের গায়ে হাত তোলা হচ্ছে অমার্জনীয় অপরাধ। ওই অপরাধে যিনিই যুক্ত থাকুন না কেন, তিনি মন্ত্রী হোন বা এমপি হোন, কারও রক্ষা নেই। তাকে দাড়াতেই হবে আদালতের কাঠগড়ায়- এটিই শেখ হাসিনার গণতান্ত্রিক সরকারের দর্শন।
তথ্যমন্ত্রী ইনু বৃহস্পতিবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে আয়োজিত জেলা প্রশাসক সম্মেলনে তথ্য মন্ত্রণালয়-সম্পর্কিত কার্য অধিবেশন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ওই কথা বলেন। তিনি বলেন, সাংসদ রনিকে আদালতে দাড় করানোর মধ্য দিয়ে গণমাধ্যমের প্রতি সরকারের শ্রদ্ধা প্রকাশ পেয়েছে। আশা করি, এখন থেকে গণমাধ্যম কর্মীরা আইনের শাসন প্রতিষ্ঠায় সহযোগিতা করবেন।
তথ্যমন্ত্রী সংবাদকর্মীদের জন্য অষ্টম মজুরি বোর্ডের রোয়েদাদ আনুষ্ঠানিকভাবে খুব শীঘ্রই গেজেট আকারে ঘোষণা করা হবে বলে জানান দিয়ে বলেন, অনলাইন পত্রিকায় অনেক ভালো ভালো খবরের পাশাপাশি অনেক অপপ্রচার ও গুজবও আসছে। তাই অনলাইন পত্রিকার ওইসব অপপ্রচার ও গুজব গণতন্ত্রকে খানিকটা বিঘিœত করছে। ওইসব অবস্থা কীভাবে মোকাবিলা করা যায় সে বিষয়ে ডিসিরা জানতে চেয়েছেন। এ প্রেক্ষিতে আমরা বলেছি, অনলাইন পত্রিকার জন্য নীতিমালা হচ্ছে। তবে আমরা নিয়ন্ত্রণের নামে কণ্ঠরোধ করতে চাই না। এটাই আমাদের মূলনীতি।
