শ্যামলবাংলা ডেস্ক : হাজার হাজার দর্শকের উপস্থিতিতে সম্প্রতি শেষ হয়েছে এবারের ঈদ স্পেশাল ইত্যাদির শ্যুটিং। ঈদুল ফিতরকে সামনে রেখে প্রতিবারের মতো এবারও বিষয় বৈচিত্র্যে সমৃদ্ধ করা হয়েছে ইত্যাদি। শুধু নির্মল বিনোদনই নয়, ‘বিনোদনের মাধ্যমে শিক্ষা’- এ কথাটি কেবল ‘ইত্যাদি’র ক্ষেত্রেই প্রযোজ্য। শিকড়সন্ধানী ‘ইত্যাদি’ আমাদের ইতিহাস, ঐতিহ্য, সভ্যতা, সংস্কৃতি তুলে ধরতে ছুটে বেড়াচ্ছে দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে। এবারও থাকছে একটি শিক্ষামূলক নাট্যাংশ। ব্যঙ্গ-বিদ্রূপের কশাঘাত থাকলেও পর্বটি যেমন বিনোদনমূলক তেমনি শিক্ষামূলক। থাকছে মিনিটে শতাধিক পর্বের কিছু সিরিয়ালের মূল অংশ, যা দেখলে সিরিয়ালের কাহিনী, বক্তব্য ও উদ্দেশ্য সম্পর্কে স্পষ্ট ধারণা পাওয়া যাবে।

আর এ পর্বে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন দর্শকপ্রিয় আট অভিনয়তারকা আজিজুল হাকিম, রোজী সিদ্দিকী, মুনমুন, রুনা খান, আরফান, স্বাগতা, ইমন ও নিপুণ। সঙ্গে ছিলেন একদল নৃত্যশিল্পী। ফাগুন অডিও ভিশন জানায়, এই পর্বও এবারের ঈদের ‘ইত্যাদি’র অন্যতম আকর্ষণীয় পর্ব হবে। কেয়া কসমেটিকসের সৌজন্যে নির্মিত এবং হানিফ সংকেতের রচনা, পরিচালনা ও উপস্থাপনায় ‘ইত্যাদি’ প্রচারিত হবে বিটিভির ঈদ অনুষ্ঠানমালায়।
