শ্যামলবাংলা ডেস্ক : ভ্রাম্যমাণ আদালত মঙ্গলবার সালাম ব্যাপারী (৫৫) নামের একজনকে বাড়ির আঙিনায় গাঁজার গাছ চাষ করার দায়ে দেড় বছর বিনা শ্রম কারাদণ্ড দিয়েছেন। জানা যায়, সালাম ব্যাপারী তাঁর বাড়ির আঙিনায় বেশ কিছুদিন ধরে বানিজ্যিকভাবে গাঁজার চাষ করে আসছিলেন। এই্ অভিযোগে নির্বাহী হাকিম জয়ন্তী রায়ের পরিচালনায় এ আদালত ফরিদপুর সদরের আলিয়াবাদ ইউনিয়নের ভাজনডাঙ্গা গ্রামের মৃত কোহেল ব্যাপারীর ছেলেকে এই দন্ডাদেশ প্রদান করে।
