শ্যামলবাংলা ডেস্ক : ভ্রাম্যমান আদালত সুনামগঞ্জের ধরমপাশা উপজেলার সেলবরষ ইউনিয়নের বনগাবী গ্রামের দীপক চন্দ্র তালুকদার (৪৫) ও জুয়েল তালুকদার (২১) নামের দুই জুয়াড়িকে ৩শ টাকা করে জরিমানা করেছেন। মঙ্গলবার বিকেলে ইউএনও ও নির্বাহী হাকিম মোহাম্মদ খালেদুর রহমান এই আদেশ দেন। ধরমপাশা থানার উপসহকারী পরিদর্শক (এএসআই) গোলাম মোস্তফা জানান, জুয়া খেলার অপরাধে সোমবার রাতে তাঁদের আটক করা হয়।
