শ্যামলবাংলা ডেস্ক : মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় বাস ও অটোরিকশার সংঘর্ষে এক নারীসহ ৩ জন নিহত ও ৩ জন গুরুতর আহত হয়েছেন। সোমবার দুপুরে সাতগাঁওয়ে ঢাকা-সিলেট মহাসড়কে ওই মর্মান্তিক দূর্ঘটনা ঘটে। এ দূর্ঘটনায় আহতদের শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। নিহতদের মধ্যে একজন হলেন অটোরিকশা চালক আব্দুর রহমান (৩০)। তার বাড়ি হবিগঞ্জের বাহুবল উপজেলার জয়নগরে। তবে অন্যদের পরিচয় জানা যায়নি।
শ্রীমঙ্গল থানার ওসি মো. আব্দুল্লাহ জানান, শ্রীমঙ্গল থেকে কুমিল্লাগামী একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ৩ জন নিহত হন। বাসের চালক পলাতক রয়েছে।
