শ্যামলবাংলা ডেস্ক : ময়মনসিংহের ফুলপুরে ডাকাত দলের সঙ্গে পুলিশের গুলি বিনিময়ের ঘটনায় অস্ত্র ও গুলিসহ ৩ জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ। ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস আলম জানান, সোমবার মধ্যরাতে শাহাপুরে ডাকাত দলের প্রস্তুতির খবর পেয়ে অভিযান চালায় পুলিশ। এসময় পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে ডাকাতদল। প্রায় আধা ঘণ্টা গুলি বিনিময়ের পর একটি বিদেশি পিস্তল, চার রাউন্ড তাজা গুলি ও দুটি বড় ছোরাসহ ৩ জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন- জুয়েল, সামাদ ও হাবিবুর।
ঘটনাস্থল থেকে একটি প্রাইভেটকার ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে বলেও জানান ওসি। তবে এসময় ডাকাত দলের ৩ জন সক্রিয় সদস্য পালিয়ে যেতে সক্ষম হয়। এ ব্যাপারে অস্ত্র আইনে একটি মামলা করেছে পুলিশ।
