শ্যামলবাংলা ডেস্ক : ফেনীর বিসিক শিল্প নগরীর কোয়ালিটি জুট মিলে ২৩ জুলাই ভোর রাতে ভয়াবহ অগ্নিকান্ড ঘটে। ওই অগ্নিকান্ডের ঘটনায় ফায়ার সার্ভিসের ৭ টি ইউনিটের টানা সাত ঘণ্টা অব্যাহত প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হলেও কারখানার দুটি গুদাম আগুনে পুড়ে সম্পূর্ণভাবে ভস্মীভূত হয়। এতে ১ হাজার টনের অধিক রপ্তানীযোগ্য পাট সংরক্ষিত ছিল।
ঘটনার রাতে ওই কারখানায় ৩শ জন শ্রমিক কাজ করছিল। তারা আগুনের সুত্রপাত হওয়ার সাথে সাথে দ্রুত বাইরে বেরিয়ে আসায় কোন প্রকার হতাহতের ঘটনা ঘটেনি বলে কারখানা সূত্রে জানা গেছে।
ফায়ার সার্ভিস স্টেশন অফিসার জাহাঙ্গীর আলম জানান, মঙ্গলবার ভোর রাতে কোয়ালিটি জুট মিলে আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে আসলেও মিলের ভেতরে এখনও আগুন জ্বলছে উল্লেখ করে তিনি বলেন, ফেনী ও নোয়াখালীর দমকল বাহিনীর সাতটি ইউনিট সেখানে কাজ করছে। তিনি জানান, মিলের একটি মেশিনে কাজ করার সময় বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণের ব্যাপারে সঠিক কিছু জানা যায়নি।
