শ্যামলবাংলা ডেস্ক : প্রায় ২০ কেজি ওজনের স্বর্ণের বারসহ মীর শাহনেওয়াজ মুর্শেদ নামে এক যাত্রীকে আটক করা হয়েছে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে। ২৩ জুলাই মঙ্গলবার সকালে ওমান এয়ারলাইনসের একটি বিমানযোগে মধ্যপ্রাচ্যের মাস্কাট থেকে চট্টগ্রামে আসার পর তাকে স্বর্ণের বারসহ আটক করে ইমিগ্রেশন পুলিশ। আটক মুর্শেদের বাড়ি চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায়।
বিমানবন্দর ইমিগ্রেশন পুলিশের সহকারী কমিশনার মো: মইনউদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, যাত্রী মীর শাহনেওয়াজ মুর্শেদ মাস্কাট থেকে এসেই ইউনাইটেড এয়ারওয়েজের বিমানে করে চট্টগ্রাম থেকে ঢাকা যাচ্ছিলেন। ওই যাত্রীর আচরণ সন্দেহজনক হওয়ায় বিমানের ক্রুরা তল্লাশি করে তার কাছ থেকে স্বর্ণের বার উদ্ধার করে।