সুইজারল্যান্ডে নিজস্ব ভিলায় ৭। ৭৩-বছর বয়সী রক-এন-রোলের সম্রাজ্ঞী প্রখ্যাত গায়িকা টিনা টার্ণার.বিশেষ প্রচার ছাডাই নিরিবিলিতে বিবাহসূত্রে আবদ্ধ হয়েছেন তাঁর চেয়ে বয়সে ১৬ বছরের ছোট জার্মানীর এরভিন বাখের সাথে. আজ তারা আপ্যায়ন করবেন সীমিতসংখ্যক অতিথিদের.
খবরে প্রকাশ, যে বিবাহের অনুষ্ঠান সম্পন্ন হয়েছে বৌদ্ধ রীতি অনুযায়ী জলাশয়ের ওপরে. সত্তরের দশক থেকে টিনা বৌদ্ধ ধর্ম পালন করেন. ব্লিক সংবাদপত্র লিখছে, যে ১২০ জন অতিথিকে ধবধবে সাদা পোষাক পরে আসার অনুরোধ করা হয়েছে. আর্মানির ডিজাইন করা কনের বিবাহের পোষাকও দুধেল সাদা.
