স্টাফ রিপোর্টার : শেরপুরের শ্রীবরদী উপজেলার কুরুয়া মাঠে আয়োজিত ইয়ংস্টার ক্লাব ফুটবল টূর্ণামেন্টে কুরুয়া উত্তরপাড়া একাদশ চ্যাম্পিয়ন হয়েছে। ২২ জুলাই সোমবার বিকেলে অনুষ্ঠিত ফাইনাল খেলায় মাদারপুর একাদশকে ৩-০ গোলে পরাজিত করে কুরুয়া উত্তরপাড়া একাদশ চ্যাম্পিয়ন হয়। খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের মাঝে ট্রফি বিতরণ করেন জেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট মোঃ আব্দুল হালিম। উপজেলা চেয়ারম্যান খোরশেদ আলম ফর্সার সভাপতিত্বে এ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে কুড়িকাহনীয়া ইউপি চেয়ারম্যান আজাহার আলী মাষ্টার, গোসাইপুর ইউপি চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন, সাবেক ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম, যুব আইনজীবী নেতা এডভোকেট তারিকুল ইসলাম ভাসানী বক্তব্য রাখেন। টূর্ণামেন্টে মোট ৮ টি দল অংশ নেয়। ফাইনাল খেলায় হাজার হাজার দর্শকের উপস্থিতি ছিল লক্ষ্যনীয়।