স্টাফ রিপোর্টার : সিটি নির্বাচন হারে আমাদের ভয় পাওয়ার কিছু নেই। সিটি নির্বাচন আর জাতীয় নির্বাচনের প্রেক্ষাপট এক নয়। আগামী নির্বাচন আওয়ামী লীগসহ ১৪ দলের অস্তিত্বের নির্বাচন। এ নির্বাচনেই নির্ধারিত হবে যুদ্ধাপরাধীরা থাকবে কি-না। আমাদের ভূলত্র“টি আছে। তারপরও সেগুলোকে বড় করে না দেখে অস্তিত্ব রক্ষার প্রশ্নেই ভেদাভেদ ভূলে আগামী নির্বাচনে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। ২০ জুলাই শনিবার শেরপুর শহর আওয়ামী লীগের উদ্্েযাগে স্থানীয় নিপুন কমিউনিটি সেন্টারে রাজনৈতিক ব্যক্তিবর্গ, পেশাজীবী ও ব্যবসায়ীদের সম্মানে আয়োজিত এক ইফতার অনুষ্ঠানে এমনই কথা বলেন প্রধান অতিথি জেলা আওয়ামী লীগের সভাপতি, সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আতিউর রহমান আতিক।
শহর আওয়ামী লীগের সভাপতি এডভোকেট আবুল কাশেম জিপি’র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট চন্দন কুমার পাল পিপি ও শেরপুর পৌরসভার মেয়র হুমায়ুন কবীর রুমান। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রবীন আওয়ামী লীগ নেতা মুক্তিযুদ্ধের সংগঠক মুহসীন আলী মাষ্টার, শিক্ষাবিদ জিয়াউল হক বিএসসি, সাবেক পৌর চেয়ারম্যান লুতফর রহমান মোহন, চেম্বার সভাপতি গোলাম মোঃ কিবরিয়া লিটন, জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট একেএম মোছাদ্দেক ফেরদৌসী, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এডভোকেট সুব্রত কুমার দে ভানু, খন্দকার নজরুল ইসলাম, এডভোকেট রফিকুল ইসলাম আধার, আমির আলী সরকার, রফিকুল ইসলাম চেয়ারম্যান, শামছুন্নাহার কামাল প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রকাশ দত্ত।
