শ্যামলবাংলা ডেস্ক : যুদ্ধাপরাধী গোলাম আযমের ফাঁসি, সাঈদী-মুজাহিদের মৃত্যুদন্ড কার্যকর এবং নারী সমাজের প্রতি অশ্লীল কটুক্তি করার প্রতিবাদে হেফাজতে ইসলামীর প্রধান আল্লামা শফীর বিরূদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবিতে উদীচী শিল্পীগোষ্ঠি দিনাজপুরে এক মানববন্ধন কর্মসূচী পালন করেছে। শনিবার সকালে দিনাজপুর প্রেসক্লাবের সামনের সড়কে ওই মানববন্ধনে উদীচীর কেন্দ্রীয় সহ-সভাপতি রেজাউর রহমান রেজু, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক সুলতান কামাল উদ্দিন বাচ্চু, মহিলা পরিষদের সভানেত্রী কানিজ রহমান ও জেলা উদীচীর সভাপতি আসাদুল্লাহ সরকার প্রমুখ বক্তব্য রাখেন।
