এম.আর.টি মিন্টু, শ্রীবরদী : শেরপুরের শ্রীবরদী এলাকায় একাত্তরে যুদ্ধকালীন সময়ে পাক সেনাদের দোসর রাজাকার মাইনুল ইসলাম (৬৫)কে ভায়াডাঙ্গা আটানীপাড়া গ্রামের বাড়ি থেকে গ্রেফতার করেছে পুলিশ। ২০ জুলাই বিকেলে গোপন সূত্রের সংবাদের ভিত্তিতে গ্রেফতার করা হয়।
থানা সূত্র জানায়, তার বিরুদ্ধে ৭১’র মহান মুক্তিযুদ্ধ চলাকালীন সময় অগ্নি সংযোগ, গুম, হত্যাসহ বিভিন্ন অভিযোগে এলাকার ক্ষতিগ্রস্থদের তরফ থেকে ২০০৯ সালে শ্রীবরদী থানায় দুইটি মামলা হয়। ওই মামলায় অর্ন্তবর্তী জামিনের মেয়াদ শেষ হওয়ায় তার বিরুদ্ধে আদালত গ্রেফতারী পরোয়ানা জারি করেন। তার গ্রেফতারের খবরে রানীশিমূল এলাকার মুক্তিযোদ্ধা সচেতন মহল ও ক্ষতিগ্রস্থ পরিবারের সদস্যদের মাঝে স্বস্তি ফিরে এসেছে।
