শ্যামলবাংলা ডেস্ক : লন্ডনে অবস্থানরত বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক জিয়া শীঘ্রই দেশে ফিরছেন। এমন আভাসই ছড়িয়ে পড়েছে দলীয় অঙ্গণে। তবে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তারেক জিয়ার দেশে ফেরার আভাস উড়িয়ে না দিয়ে বলেছেন শীঘ্রই ফেরা না ফেরা নির্ভর করছে তার চিকিৎসকের পরামর্শের উপর। লন্ডনে চিকিৎসাধীন তারেক জিয়ার সঙ্গে দেখা করে শুক্রবার যুক্তরাজ্য থেকে দেশে ফিরে বিমানবন্দরে মির্জা ফখরুল সাংবাদিকদের তারেক জিয়া সম্পর্কিত প্রশ্নের জবাবে বলেন, এখন তার শারীরিক অবস্থার অনেকটা উন্নতি হয়েছে। তিনি দেশের রাজনীতির খোজখবর নিয়েছেন। পুরোপুরি সুস্থ হলে তিনি অবশ্যই দেশে ফিরবেন- এমন আশাতো করতেই পারি। অন্যদিকে তারেকের স্ত্রী ডা. জোবাইদা রহমান রাজনীতিতে আসবেন কি-না সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে বলেন, আপাতত তেমন কোনো সম্ভাবনা নেই।
উল্লেখ্য, যুক্তরাজ্যে ‘বাংলাদেশের মানবাধিকার, গণতন্ত্র ও সুশাসন’ শীর্ষক এক আন্তর্জাতিক সেমিনারে অংশ নিতে সম্প্রতি লন্ডনে গিয়ে তারেকের সঙ্গে দেখা করেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল।