শ্যামলবাংলা ডেস্ক : একটি সিনেমা ডাউনলোড দিয়ে রাতে ঘুমোতে যান। ভোরে উঠে আপনার কম্পিউটার চেক করেন ডাউনলোড কতটুকু হলো? কিংবা ডাউনলোড দিয়ে অন্য কাজে যেতে হয়। কারণ হলো, ডাউনলোডের ধীর গতি। এ ধীরগতির দিন শেষ। মাত্র ৪০ সেকেন্ডেই হাই রেজুলেশনের একটি সিনেমা ডাউনলোড করা যাবে। অসম্ভব এ কাজকে সম্ভব করেছে দক্ষিণ কোরিয়ার সবচেয়ে বড় মোবাইল সেবা সংস্থা। এটাই বিশ্বের দ্রুততম ওয়্যারলেস সেবায় পরিণত হতে চলেছে। এলটিই-অ্যাডভ্যান্স নেটওয়ার্কিং পরিসেবায় ফোর-জি নেটওয়ার্কের চেয়ে দ্বিগুণ, আর টু জি নেটওয়ার্কের চেয়ে দশগুণ তাড়াতাড়ি ডাটা ডাউনলোড করা যায়। প্রতি সেকেন্ডে ১৫০ মেগাবাইট তথ্য ট্রান্সফার করা যায়। দক্ষিণ কোরিয়ার এই মোবাইল সংস্থার কানেকশান নিলে মাত্র ৪৩ সেকেন্ডে ৮০০ মেগাবাইট সিনেমা ডাউনলোড করা যাবে। কয়েক দিনের মধ্যে সিউলে এই প্রযুক্তি চালু হয়ে যাবে। এখন দেখার বিষয় এ প্রযুক্তি আমাদের কাছে আসতে কতদিন লাগে!
