শ্যামলবাংলা ডেস্ক : যশোরের বেনাপোল সীমান্ত থেকে এক কেজি দুই শ’ গ্রাম ওজনের ১০টি সোনার বারসহ ২ জন চোরাচালানিকে আটক করেছে বিজিবি। শুক্রবার দুপুরে তাদের আটক করা হয়। আটকরা হলেন পুটখালী গ্রামের মিজানুর রহমানের ছেলে মফিজুর রহমান ও আব্বাস আলীর ছেলে আলমগীর। বেনাপোল পোর্ট থানার পুটখালী বিজিবি ক্যাম্পের সুবেদার আব্দুল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুটখালী সীমান্তে অভিযান চালিয়ে পুটখালী স্কুল মাঠ থেকে স্থানীয় দুই যুবককে আটক করা হয়েছে। এর পর তাদের কাছ থেকে এক কেজি দুই শ’ গ্রাম ওজনের ১০ পিস সোনার বার উদ্ধার করা হয়।
