শ্যামলবাংলা ডেস্ক : বিরোধী দলীয় নেতা বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে হেফাজতে ইসলাম ও জামায়াতে ইসলাম ত্যাগ করে গণতন্ত্রের পথে আসার আহবান জানিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। তিনি বলেন, তা না হলে জনগণ আপনাকে ক্ষমা করবে না। হেফাজত প্রধান শফীর বক্তৃতায় তেতুল নিয়ে নারীদের সম্পর্কে কুরুচিপূর্ণ মন্তব্যের তীব্র সমালোচনা করে তিনি বলেন, এই অশ্লীল তেতুল তত্ত্ব নারীদের জন্য অবমাননাকর তো বটেই পুরুষের জন্যও কম অপমানজনক নয়। তিনি ২০ জুলাই শনিবার সকালে জাতীয় প্রেসক্লাবে কর্নেল তাহের দিবস উপলক্ষে বঙ্গবন্ধু একাডেমী আযোজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় ওই কথা বলেন।
কর্নেল তাহেরকে প্রহসনের বিচারের মাধ্যমে ফাঁসিতে ঝুলিয়ে ঠাণ্ড মাথায় হত্যার অভিযোগে সাবেক রাষ্ট্রপতি জেনারেল জিয়ার মরণোত্তর বিচার দাবি করে তিনি বলেন, আদালতের রায়ের মধ্য দিয়ে প্রমাণিত হয়েছে কর্নেল তাহেরের প্রহসনের ফাঁসি একটি ঠাণ্ডা মাথার হত্যাকাণ্ড ছিল। তিনি জেনারেল জিয়ার শাসনামলে ক্যান্টনমেন্টে সংঘটিত বিভিন্ন গুপ্তহত্যা তদন্তে তথ্য কমিশন করার দাবিও জানান । তিনি অভিযোগ করেন, জিয়াউর রহমান ক্ষমতায় এসে রাজাকারদের পুনর্বাসন করেছে, সামরিক শাসন জারি করেছে, সংবিধান সংশোধন করে এবং তথাকথিত বহুদলীয় গণতন্ত্রের নামে গণতন্ত্রকে ধ্বংস করেছে এবং সামরিক বাহিনীতে হত্যা আর ক্যু’র চক্রান্ত করে তাকে ধ্বংসের পথে ঠেলে দিয়েছে। ঈদের পর মানবতাবিরোধী অপরাধীদের চূড়ান্ত ফাঁসির রায় কার্যকর হবে উল্লেখ করে তিনি বলেন, বেগম জিয়া বা কারো কোনো ষড়যন্ত্রই যুদ্ধাপরাধীদের বিচারের উচ্চ আদালতে যার যা রায় হয়েছে, তা কার্যকর হওয়া ঠেকাতে পারবে না।
বঙ্গবন্ধু একাডেমীর সাধারণ সম্পাদক হুমায়ুন কবির মিজির সভাপতিত্বে আলোচনায় আরো অংশ নেন ঢাকা মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ফয়েজ উদ্দিন মিয়া, ব্যারিস্টার জাকির আহমেদ প্রমুখ।
