শ্যামল বাংলা ডেস্ক : আফগানিস্তানের সাথে সীমান্তবর্তী পাকিস্তানের খাইবার অঞ্চলে সামরিক অভিযানে গত ২৪ ঘন্টায অন্তত: ২৮ জন নিহত হযয়েছে। এ সময়ে জঙ্গিদের সাথে গোলাগুলিতে পাকিস্তানের ৬ জন সেনা নিহত হয়েছে। দেশটির সেনাবাহিনীর বার্তা বিভাগ আজ শনিবার এ খবর জানিয়েছে।
সূত্র জানায, নিহত জঙ্গিদের সবাই পাকিস্তানের তালেবান সংগঠন তেহরিক-ই-তালেবান এর সদস্য। প্রসঙ্গত, পাকিস্তানের উত্তর পশ্চিমাঞ্চলের আধাশায়ত্বশাসিত আদিবাসী অধ্যুষিত খাইবার পাখতুনখওযা জেলা কঠোর র¶ণশীল ও জঙ্গিদের নিরাপদ আশ্রয অঞ্চল হিসেবে পরিচিত।