শ্যামলবাংলা ডেস্ক : কুয়াকাটা সৈকতে বালুর নীচ থেকে জেগে উঠেছে কয়েক শত বছরের পুরোনো নৌকা।
প্রতœতত্ত্ব অধিদপ্তর সূত্রে জানা গেছে, ৭২ ফুট দৈর্ঘ এবং ২২ ফুট প্রস্থ এবং প্রায় ৯০ টন ওজনের নৌকাটি গত বছরের জুন মাসে সন্ধান পাওয়া যায়। কয়েক দফা দেশীয় ও আন্তজার্তিক নৌকা বিশেষজ্ঞ এটি পরিদর্শন করে গত জানুয়ারি মাসে খনন করে উত্ত্বোলন করে। নৌকাটি উত্তোলন করতে খরচ হয়েছিল ১৭ লক্ষাধিক টাকা। কিন্তু নিরাপদ স্থানে স্থানান্তর করতে না পারায় ঘূনিঝড় মহাসেনে এটি আবার বালুর নীচে দেবে যায়। সেনাবাহিনীর মাধ্যমে দ্বিতীয়বারের মত নৌকাটি উত্তোলনের জন্য কাজ শুরু করা হয়। উত্তোলন শেষে নৌকাটি স্থায়ী ভাবে জিরো পয়েন্ট সংলগ্ন পানি উন্নয়ন বোর্ডের জমিতে সংরক্ষন করার সিদ্ধান্ত নেয় সংশ্লিষ্ট প্রশাসন। কিন্তু স্থানীয় রাখাইন সম্প্রদায় ওই জমি নিজেদের দাবি করে স্থানান্তরে বাধা দেয়। তবে দ্রুত নৌকাটি সৈকত থেকে সরিয়ে না নিয়ে জোঁয়ারের ঢেউয়ের তান্ডবে নষ্ট হয়ে যাওয়ার শঙ্কা রয়েছে।
