
শেরপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি এড. মোছাদ্দেক ফেরদৌসীর হাতে হরলিক্স বিস্কুট তুলে দিচ্ছেন কোম্পানীর প্রতিনিধি এফ এম মারুফ। সাথে রয়েছেন সমিতির সাধারণ সম্পাদক এড. এম,কে মুরাদুজ্জামান ও সাবেক সাধারণ সম্পাদক এড. রফিকুল ইসলাম আধার।

স্টাফ রিপোর্টার : দেশের বিভিন্ন অঞ্চলে বিনামূল্যে গ্লাক্সোস্মিথক্লাইন বাংলাদেশ লিঃ (জিএসকে) এর উৎপাদিত পন্য হরলিক্স বিস্কুট বিতরণ চলছে। জিএসকে’র তরফ থেকে স্পটলাইট ইভেন্ট ম্যানেজমেন্ট লিঃ ওই বিতরণ কার্যক্রম পরিচালনা করছে।
এদিকে ওই বিতরণ কর্মসূচীর আওতায় শেরপুরের বিভিন্ন প্রতিষ্ঠানে এবং সাধারণ ও দুঃস্থদের মাঝে ৪ দিন ব্যাপী বিনামূল্যে হরলিক্স বিস্কুট বিতরণ কার্যক্রম শেষ হয়েছে। ১৮ জুলাই বৃহস্পতিবার দুপুরে শেরপুর জেলা আইনজীবী সমিতির সদস্যদের মাঝে বিনামূল্যে হরলিক্স বিস্কুট বিতরণ করা হয়। এসময় জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট একেএম মোছাদ্দেক ফেরদৌসী, সাধারণ সম্পাদক এডভোকেট এম,কে মুরাদুজ্জামান, সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট রফিকুল ইসলাম আধার, যুব আইনজীবী নেতা এডভোকেট আলমগীর কিবরিয়া কামরুল এবং স্পটলাইট ইভেন্ট ম্যানেজমেন্ট লিঃ এর পক্ষে এফ,এম মারুফ ও শুভ চন্দ্র দে উপস্থিত ছিলেন। এছাড়া একই দিনে শহরের মাইসাহেবা জামে মসজিদ, বাগরাকসা জামে মসজিদ ও শেখহাটি জামে মসজিদে মুসল্লীদের মাঝে ওই বিস্কুট বিতরণ করা হয়। মাইসাহেবা জামে মসজিদে বিস্কুট বিতরণের সময় অন্যান্যের মধ্যে মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম স্বপন ও অতিরিক্ত পিপি এডভোকেট ইমাম হোসেন ঠান্ডু উপস্থিত ছিলেন। এ সময় বিশেষ মোনাজাত করা হয়। শুক্রবার সকালে শহরের উপকণ্ঠ দমদমা হাফেজিয়া মাদ্রাসায় শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে হরলিক্স বিস্কুট বিতরণ করা হয়। এসময় জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট রফিকুল ইসলাম আধার, দমদমা জামে মসজিদের সভাপতি আলহাজ্ব মোঃ মোশারুফুল ইসলাম মাষ্টার, সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা আকন্দ, মাদ্রাসা মোহতামীম মাওলানা মোঃ নুরুল ইসলাম মাহমুদী এবং স্পটলাইট ইভেন্ট ম্যানেজমেন্ট লিঃ এর পক্ষে এফ,এম মারুফ উপস্থিত ছিলেন। এছাড়া একই দিনে পাকুড়িয়া চকপাড়া, পাকুড়িয়া ফকিরপাড়া নতুন মসজিদ, ফকিরপাড়া পুরাতন মসজিদ ও দারুল এহসান জামে মসজিদে মুসল্লীদের মাঝে হরলিক্স বিস্কুট বিতরণ করা হয়। এসময় যুব আইনজীবী নেতা এডভোকেট আলমগীর কিবরিয়া কামরুল এবং স্পটলাইট ইভেন্ট ম্যানেজমেন্ট লিঃ এর পক্ষে এফ,এম মারুফসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সভাপতি-সাধারণ সম্পাদক ও ইমামগণ উপস্থিত ছিলেন।
