শ্যামলবাংলা ডেস্ক : দিনব্যাপী ব্যাপক কর্মসূচীর মধ্য দিয়ে ১৯ জুলাই শুক্রবার পালিত হয়েছে বাংলাসাহিত্যের জনপ্রিয় লেখক, নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের প্রথম মৃত্যুবার্ষিকী। এ উপলক্ষে গাজীপুরে তার প্রিয় নূহাশ পল্লীতে সকাল থেকেই কোরাআনখানি, কবর জিয়ারত, দোয়া ও সন্ধ্যায় ইফতার মাহফিলের আয়োজন করা হয়। প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে গৃহিত কর্মসূচি বাস্তবায়ন, স্বামীর কবর জিয়ারত ও বাঁধাইয়ের কাজ তদারকির জন্য বুধবার মধ্যরাতেই নিষাদ ও নিনিতকে নিয়ে শাওন নুহাশ পল্লীতে গিয়ে অবস্থান করেন ও ব্যস্ত সময় কাটান। নুহাশ পল্লীতে হুমায়ূন আহমেদের কবর মার্বেল পাথর দিয়ে পাকা করার কাজ প্রায় শেষ পর্যায়ে। স্ত্রী মেহের আফরোজ শাওনের সর্বোচ্চ তদারকিতে ও পরিচালনায় হুমায়ুন আহমেদের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বাদ জুমা নুহাশ পল্লীর পার্শ্ববর্তী কয়েকটি মাদ্রাসা ও এতিমখানার ছাত্ররা কোরআন পাঠ, কবর জিয়ারত, দোয়া ও ইফতার মাহফিলে যোগ দেয়। এসব কর্মসূচীতে হুমায়ূনের স্ত্রী শাওন, ছেলে নিষাদ ও নিনিতসহ পরিবারের সদস্যরা এবং ভক্ত-বন্ধুরাও অংশগ্রহণ করেন।
উল্লেখ্য, হুমায়ূন আহমেদ ক্যান্সারে আক্রান্ত হয়ে গত বছরের ১৯ জুলাই যুক্তরাষ্ট্রের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৪ বছর। ২৪ জুলাই তাকে গাজীপুরের নূহাশ পল্লীতে দাফন করা হয়।
হুমায়ূন আহমেদ ১৯৪৮ সালের ১৩ নভেম্বর নেত্রকোনার কেন্দুয়ায় জন্মগ্রহণ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের শিক্ষক হুমায়ূন আহমেদ সাহিত্য জগতে এসে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন। লেখালেখির পাশাপাশি নাটক ও চলচ্চিত্র নির্মাতা হিসেবেও তিনি সমান জনপ্রিয় ছিলেন।
টিভি চ্যানেলগুলোর বিভিন্ন অনুষ্ঠান
নন্দিত কথাসাহিত্যিক, নাট্যকার ও চলচ্চিত্রকার হুমায়ূন আহমেদের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে টিভি চ্যানেলগুলো ১৯ জুলাই বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করে।
মাছরাঙা টেলিভিশন এইদিন সকাল ৯টায় প্রচার করে হুমায়ূন আহমেদের নাটক-সিনেমার গান এবং গানের অন্তরালের কথা নিয়ে অনুষ্ঠান ‘হুমায়ূননামা’। এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগীতশিল্পী কুদ্দুস বয়াতি, সেলিম চৌধুরী ও সংগীত পরিচালক মকসুদ জামিল মিন্টু। অভিনেত্রী তানিয়া আহমেদের উপস্থাপনায় অনুষ্ঠানটি প্রযোজনা করেন ফয়েজ রেজা। দুপুর ২টা ৩০ মিনিটে পরিবেশিত হয় হুমায়ূন আহমেদের সাক্ষাৎকার ‘মিসির আলীর সঙ্গে একদিন’। রাত ১১টা ৩০ মিনিটে প্রচারিত হয় বিশেষ অনুষ্ঠান ‘স্মরণে আসে তোমায়’। এতে হুমায়ূন আহমেদকে নিয়ে স্মৃতিচারণ করেন তার অধিকাংশ বইয়ের প্রকাশক মাজহারুল ইসলাম ও শাকুর মজিদ। অনুষ্ঠানটি প্রযোজনায় ছিলেন স্বীকৃতি প্রসাদ বড়ুয়া।
এই দিন এটিএন বাংলায় প্রচারিত হয় হুমায়ূন আহমেদের চলচ্চিত্র ও নাটকের গান নিয়ে অনুষ্ঠান ‘চাঁদনী পসর’। এতে গানের শিল্পীর সঙ্গে গানের প্রেক্ষাপট নিয়ে আলাপচারিতায় অংশগ্রহণ করেন সুবীর নন্দী, সেলিম চৌধুরী ও বারী সিদ্দিকী। সেলিম দৌলা খানের পরিকল্পনা ও পরিচালনায় অনুষ্ঠানটি প্রচারিত হয় দুপুর ১২টা ৫ মিনিটে।
বৈশাখী টেলিভিশনের স্টুডিও লাইভ কনসার্ট ‘সময় কাটুক গানে গানে’-তে হুমায়ূন আহমেদের চলচ্চিত্র ও নাটকের গান পরিবেশন করেন সুবীর নন্দী। ইসলাম শফিকের প্রযোজনায় সময় কাটুক গানে গানের উপস্থাপনায় ছিলেন ফারহানা নিশো। এটি প্রচারিত হয় রাত ১১টায়।
আরটিভেতে হুমায়ূন আহমেদ পরিচালিত সিনেমা ‘নন্দিত নরকে’ প্রচারিত হয় দুপুর ১২টা ১০ মিনিটে।