শ্যামলবাংলা ডেস্ক : দেশীয় চলচ্চিত্রের মিষ্টি মেয়ে খ্যাত নায়িকা ও সংসদ সদস্য কবরীর জন্মদিন নিরবেই কেটে গেল বৃহস্পতিবার। কবরী সর্বশেষ গাজী মাহবুব পরিচালিত ‘রাজা সূর্য খাঁ’ ছবিতে অভিনয় করেন। তার অভিনীত উল্লেখযোগ্য ছবি হচ্ছে সুতরাং, আবির্ভাব, বেঈমান, নীল আকাশের নিচে, দেবদাস, সুজন সখি, মাসুদ রানা ইত্যাদি।
জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই নায়িকা নিজের জন্মদিনটি একেবারেই ঘরোয়াভাবে পালন করেন। কবরীর অন্য ছেলেরা দেশের বাইরে থাকলেও দুই ছেলে শাকের ও শান দেশেই রয়েছেন। মূলত তারা দু’জনই তাদের মা কবরীকে জন্মদিনের শুভেচ্ছা জানান। আর এই দুই ছেলের সাথেই জন্মদিনটি পার করেন কবরী। সাথে ছিলেন পারিবারিক কিছু ঘনিষ্ঠ বন্ধু। নিজের জন্মদিনের অনুভূতি প্রকাশ করতে গিয়ে কবরী বলেন, সত্যি বলতে কী, দেশের সার্বিক পরিস্থিতি ভাল নয়, তাই মনটা ভীষণ খারাপ। যারা সত্যিকার অর্থেই রাজনীতিবিদ তারা কখনই দেশের অকল্যাণের কথা চিন্তা করেন না। আজ জীবনের এই সময়ে এসে সাধারণ মানুষের দুর্ভোগের কথা ভেবে মনটা ভীষণ খারাপ হয়ে যায়। দেশের কল্যাণ হোক এমনই কিছু আমি ভাবি সবসময়। কবরী আরও বলেন, জন্মদিনে আমি একটি কথাই বলতে চাই তা হলোÑমানুষের জন্য আমি এমন কিছু করে যেতে চাই যাতে মানুষের কল্যাণ হয়। যদি তাই পারি তাহলে পৃথিবীতে আমার জন্ম সার্থক হবে।
