শ্যামলবাংলা ডেস্ক : গাজীপুর কালিগঞ্জের বাঘাপাড়ায় কাঁচামাল ভর্তি ট্রাক উল্টে খাদে পড়ে একই পরিবারের দুইজনসহ ৪ জন নিহত ও ৮ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনাটি ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ট্রাকটি নরসিংদী থেকে কাঁচামাল নিয়ে গাজীপুরের দিকে যাচ্ছিল। বাঘাপাড়ায় পৌছঁলে চালক নিয়ন্ত্রণ হারালে ট্রাকটি উল্টে খাদে পড়ে যায়। এ সময় ট্রাকে থাকা কাঁচামাল ব্যবসায়ী, চালক ও হেলপারসহ ১২ জন গুরুতর আহত হন। পুলিশ খবর পেয়ে তাদের উদ্ধার করে কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। পরে চিকিৎসাধীন অবস্থায় ৪ জনের মৃত্যু হয়। বাকি ৮ জন চিকিৎসাধীন আছেন। নিহত ও আহতদের পরিচয় জানা যায়নি।
কালিগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আজহারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
