শ্যামলবাংলা ডেস্ক : আগামী দিনে ক্ষমতায় গেলে নতুন ধারার সরকার গঠনের ঘোষণা দিয়েছেন বিএনপি চেয়ারপার্সন ও বিরোধী দলীয় নেতা বেগম খালেদা জিয়া। তিনি বলেন, বিএনপি আগামী দিনে ক্ষমতায় আসলে যে সরকার গঠন করবে, সে সরকার হবে নতুন ধারার সরকার। সেই সরকার কোন অন্যায়ের সঙ্গে আপোস করবে না। আমরা ক্ষমতায় গেলে নতুন বাংলাদেশ গড়বো। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া নির্বাচিত স্থানীয় সরকার প্রতিনিধিদের সম্মানে বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনের এলডি হল প্রাঙ্গণে আয়োজিত ইফতার পার্টিতে প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন।
তিনি বলেন, যে দেশের সরকার প্রধান সংসদে দাঁড়িয়ে মিথ্যা কথা বলেন, সে দেশে আইনের শাসন প্রতিষ্ঠা ও জনকল্যাণের কাজ হতে পারে না। এজন্য ঈদের পর সরকার পতনের আন্দোলন শুরু হবে। এতে সকলের সহযোগিতা চাই। আমরা আগামী দিনে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের দাবি আদায় করে ছাড়ব। তিনি বলেন, বর্তমান সরকারের আমলে কোন নির্বাচনই সুষ্ঠু হয়নি। সরকার নিজেদের প্রার্থীকে জয়ী করতে নানা রকমের অনিয়ম করেছে। কিন্তু তাদের সকল ষড়যন্ত্রই জনগণের কাছে পরাজিত হয়েছে।
সরকারের সমালোচনা করে খালেদা জিয়া বলেন, এ সরকার সম্পূর্ণ ব্যর্থ। এ সরকার অত্যাচারী, জুলুমবাজ। এ সরকারের প্রধান সংসদে দাঁড়িয়ে অসত্য কথা বলেন। এ সরকারের অধীনে আইনের শাসন প্রতিষ্ঠা সম্ভব নয়। তাই আমরা পরিবর্তন চাই। দেশের জনগণও পরিবর্তন চায়। বক্তব্যের শেষে তিনি সবাইকে ঈদের আগাম শুভেচ্ছা জানান।
ইফতার পার্টিতে বিএনপি নেতাদের মধ্যে ড. খন্দকার মোশাররফ হোসেন, লে. জেনারেল (অব) মাহবুবুর রহমান, এমকে আনোয়ার, সারোয়ারী রহমান, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র মঞ্জুর আলম, রাজশাহী সিটি মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল, খুলনা সিটি মেয়র মনিরুজ্জামান, গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র অধ্যাপক এম এ মান্নান, সিলেট সিটি মেয়র আরিফুল হক চৌধুরী , বরিশাল সিটি মেয়র আহসান হাবিব কামাল, কুমিল্লা সিটি কর্পোরেশন মেয়র মনিরুল হক সাক্কু প্রমুখ উপস্থিত ছিলেন। এ ছাড়াও বিভিন্ন সিটি কর্পোরেশন, পৌরসভা ও ইউনিয়ন পরিষদের মেয়র কাউন্সিলররা এবং বিভিন্ন উপজেলার চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানরা এ ইফতার পার্টিতে অংশ নেন।
