শ্যামলবাংলা ডেস্ক : দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে কঠিন ঘরোয়া সিরিজ। আর সেখানেই নিয়মিত অধিনায়ক এ্যাঞ্জেলো ম্যাথুসকে পাচ্ছে না স্বাগতিক শ্রীলঙ্কা। গত সপ্তাহে ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠিত ত্রিদেশীয় সিরিজের ফাইনালে ভারতের বিরুদ্ধে ধীরগতির বোলিংয়ের অভিযোগে ম্যাথুসকে দুই ম্যাচ নিষিদ্ধ করেছে আইসিসি। এ কারণে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম দুটিতে থাকতে পারছেন না অধিনায়ক ম্যাথুস। তাঁর বদলি হিসেবে এ্যাঞ্জেলো পেরেরাকে দলে নেয়া হয়েছে। তবে নেতৃত্বভার বর্তেছে ২৩ বছর বয়সী তরুণ দীনেশ চান্দিমালের কাঁধে। ম্যাথুস অধিনায়ক হওয়ার পর থেকেই তাঁর সহকারী হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি। এবার ম্যাথুসের অবর্তমানে তাঁকেই নিতে হবে গুরুভার প্রথম দুই ওয়ানডেতে। সেক্ষেত্রে শ্রীলঙ্কার ক্রিকেট ইতিহাসে ওয়ানডের সর্বকনিষ্ঠ অধিনায়ক হিসেবে নাম লেখাতে চলেছেন চান্দিমাল। শনিবার কলম্বোয় প্রথম ওয়ানডেতে অধিনায়ক হিসেবে যাত্রা শুরু হবে চান্দিমালের। তাঁর সহকারী হিসেবে থাকছেন লাহিরু থিরমান্নে।
চান্দিমালের জন্য কাজটা খুব বেশি কঠিন কিংবা চ্যালেঞ্জের হবে না। কারণ, তিনি দলে পাচ্ছেন তিন অভিজ্ঞ ও সাবেক অধিনায়ককে। মাহেলা জয়াবর্ধনে, কুমার সাঙ্গাকারা ও তিলকারতেœ দিলশানের কাছে চাইলেই সঙ্কটময় মুহূর্তগুলো সামাল দেয়ার জন্য পরামর্শ নিতে পারবেন। যদিও ডানপায়ের কাফ মাসলের ইনজুরিতে থাকায় দিলশানের খেলা নিয়ে কিছুটা সংশয় আছে। তাঁকে দলে রাখা হয়েছে। এছাড়া ওয়েস্ট ইন্ডিজে ত্রিদেশীয় সিরিজে দিলশানের পরিবর্তে দলে ঢুকেই ক্যারিয়ারসেরা ১৭৪ রানের ইনিংস খেলা উপুল থারাঙ্গা থেকে গেছেন। তবে তাঁকে জায়গা দিতে বাদ পড়েছেন চ্যাম্পিয়ন্স ট্রফিতে ইনিংস উদ্বোধন করা কুশাল পেরেরা। শনিবার ও মঙ্গলবার দুটি ওয়ানডেই হবে দিবারাত্রির। এ দুটি ম্যাচ কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। এরপর চান্দিমালের নেতৃত্ব যাওয়ার পাশাপাশি পাল্লেকেলেতে বাকি তিনটি ওয়ানডের জন্য দলেও কিছুটা পরিবর্তন আসবে। চান্দিমালের দলে ফিরেছেন ৩২ বছর বয়সী মিডল-অর্ডার ব্যাটসম্যান জেহান মুবারক। জানুয়ারিতে আন্তঃপ্রাদেশিক লিস্ট এ আসরে তিনি প্রায় ৬০ গড়ে হয়েছিলেন সর্বোচ্চ রান সংগ্রাহক। ক্যারিবীয় সফরে দলে না থাকা অলরাউন্ডার থিসারা পেরেরা দলে ফিরেছেন। কিন্তু বাজে ফর্মের জন্য ছিটকে গেছেন লেগস্পিন অলরাউন্ডার জীবন মেন্ডিস। তবে মূল একাদশে খেলার জন্য অজন্তা মেন্ডিসকে যুদ্ধ করতে হবে রঙ্গনা হেরাথ ও সচিত্র সেনানায়েকের সঙ্গে।