স্টাফ রিপোর্টার : শেরপুরে চোরাই গরুসহ ৩ চোরকে আটক করে পুলিশে দিয়েছে এলাকাবাসী। বুধবার রাতে শ্রীবরদী উপজেলার চৈতাজানী এলাকায় ওই ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ১৭ জুলাই বুধবার গভীর রাতে একদল দুর্বৃত্ত শ্রীবরদী উপজেলার চৈতাজানী গ্রামের কৃষক আবুল কালামের গোয়াল ঘর থেকে ২টি গরু বের করে একটি পিকআপ ভ্যানে তুলে। পরে ওই পিকআপ ভ্যান স্থানীয় কালিবাড়ি বাজার হয়ে শ্রীবরদী যাওয়ার পথে বাজারের পাহারাদার গাড়ীটি আটক করে। এসময় তারা ভ্যানে থাকা গরুর মালিকের সঠিক পরিচয় না দিতে পারলে তাদেরকেও আটক করা হয়। এরা হচ্ছে শ্রীবরদী পৌর শহরের সেকদি গ্রামের সাহেব আলীর ছেলে আমজাদ আলী (৩০), মৃত জাহান আলীর ছেলে আব্দুল হক (৬০) ও কলাকান্দা গ্রামের কফিল উদ্দীনের ছেলে নাহিদ হাসান (২০)। ঘটনাটি জানাজানি হলে সেখানে জড়ো হয় শতাধিক লোক। পরে গরুর মালিক আবুল কালাম খবর পেয়ে সেখানে হাজির হয়ে তার গরুগুলো শনাক্ত করেন। এক পর্যায়ে এলাকাবাসী চোরাই গরু ২টিসহ তাদেরকে পুলিশের হাতে তুলে দেয়। এ সময় পুলিশ ওই পিকআপ ভ্যানটিও আটক করে থানায় নিয়ে যায়। এ ব্যাপারে শ্রীবরদী থানায় একটি মামলা হয়েছে।