শ্যামলবাংলা ডেস্ক : রমজানে বাড়ি ফেরা মানুষের দুর্ভোগ লাঘবে ইফতারের আগ পর্যন্ত অবস্থান কর্মসূচি স্থগিত করেছে গণজাগরণ মঞ্চ। তবে হরতাল প্রত্যাহার করেনি তারা। মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে গণজাগরণ মঞ্চের মুখপাত্র ডা. ইমরান এইচ সরকার অবস্থান কর্মসূচি ইফতারের আগপর্যন্ত স্থগিত ঘোষণা করে বলেন, আগামীকাল (বুধবার) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মুজাহিদের মামলার রায় ঘোষণা হবে। আমরা তার সর্বোচ্চ শাস্তি আশা করছি। একই সঙ্গে জামায়াতের সহযোগী সংগঠন শিবিরের বুধবারের হরতাল প্রত্যাখ্যান করছি।
