স্টাফ রিপোর্টার : শেরপুর জেলা কারাগারে থাকা বিদেশী বনিদদের মধ্যে রেডক্রিসেন্ট সোসাইটির পক্ষ থেকে উপহার সামগ্রী বিতরন করা হয়েছে। বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির রেসিং ডিপার্টমেন্টের সৌজন্যে প্রদত্ত এসব উপহার সামগ্রীর মধ্যে ছিল একটি করে লুঙ্গি, শার্ট, গামছা,, টুথব্রাশ, ২ টি করে কাপড় কাচা ও গায়ে দেওয়া সাবান, টুথ পেষ্ট, এক জোড়া স্যান্ডেল ও একটি ব্যাগ।

১৬ জুলাই মঙ্গলবার বিকেলে জেলা কারাগারে থাকা ৯ ভারতীয় বন্দির মাঝে এসব উপহার সামগ্রী বিতরন করেন জেলা প্রশাসক মোহাম্মদ জাকীর হোসেন। এসময় জেলার বিকাশ রায়হান ও জেলা রেডক্রিসেন্ট ইউনিটের সম্পাদক ফখরুল মজিদ খোকনসহ অন্যান্য কর্মকর্তবৃন্দ উপস্থিত ছিলেন।
জেলার জানান, ভারতীয় ৯ বন্দির মধ্যে ৬ জনের সাজার মেয়াদ ইতোমধ্যে শেষ হয়েছে। তাদেরকে ভারতে ফেরত পঠানোর প্রক্রিয়া চলছে।
