শ্যামলবাংলা ডেস্ক : যুদ্ধাপরাধের মামলায় জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মুহাম্মদ মুজাহিদের রায়ের তারিখ ঘোষণার প্রতিবাদে বুধবার দেশব্যাপী সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে জামায়াতে ইসলামী। দলের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ হরতালের ঘোষণা করেন। এর আগে গোলাম আযমের রায়ের তারেখ ঘোষণায় সোমবার এবং রায়ের পর মঙ্গলবার সকাল-সন্ধ্যা হরতাল ডাকে জামায়াত।

উল্লেখ্য, একাত্তরে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আটক মুজাহিদের মামলার রায় বুধবার ঘোষণা করা হবে।
