স্টাফ রিপোর্টার: জন যাতায়াতের রাস্তা বন্ধ করে দেওয়ায় সমাধানের জন্য এগিয়ে গিয়ে লাঞ্ছিত হয়েছেন শেরপুর পৌরসভার ৭ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ আব্দুল কুদ্দুস (৫০)। ১৫ জুলাই সোমবার দুপুরে শহরের বিসিক শিল্প নগরী এলাকার ওই ঘটনায় রফিকুল ইসলাম নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

জানা যায়, বিসিক শিল্পনগরী এলাকা প্রতিষ্ঠার পূর্ব থেকে দক্ষিণপ্রান্ত দিয়ে থাকা সরু রাস্তাটি পাশের প্রতিষ্ঠান তাজ কোল্ড স্টোরেজ এর লোকজন কয়েকদিন আগে বন্ধ করে দিলে এলাকাবাসী বিষয়টি জেলা প্রশাসক ও পৌর মেয়রকে লিখিতভাবে জানায়। এ প্রেক্ষিতে বিসিক কর্তৃপক্ষ স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর মোঃ আব্দুল কুদ্দুসকে সাথে নিয়ে সোমবার দুপুরে ঘটনাস্থলে গেলে কোল্ড স্টোরেজের ম্যানেজার রফিকুল ইসলাম ও তার সহোদর শহীদুল ইসলাম ওই কাউন্সিলরের সাথে বাদানুবাদে জড়িয়ে পড়ে। এক পর্যায়ে তাদের ডাকে আরও ২০/২৫ জন কর্মচারী এগিয়ে গেলে তারা পৌর কাউন্সিলরকে লাঞ্ছিত করে। এনিয়ে এলাকাবাসী ও তাজ কোল্ড স্টোরেজের লোকজনদের মাঝে উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ঘটনায় জড়িত থাকার অভিযোগে রফিকুল ইসলামকে আটক করে। শেরপুর সদর থানার এসআই মামুন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ওই ঘটনায় পৌর কাউন্সিলর আব্দুল কুদ্দুস বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন।
