ads

সোমবার , ১৫ জুলাই ২০১৩ | ৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে গাছ কাটাকে কেন্দ্র করে দু’দল গ্রামবাসীর সংঘর্ষে আহত ৭

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
জুলাই ১৫, ২০১৩ ১০:৫৬ অপরাহ্ণ
শেরপুরে গাছ কাটাকে কেন্দ্র করে দু’দল গ্রামবাসীর সংঘর্ষে আহত ৭

Untitled-1স্টাফ রিপোর্টার: গাছ কাটাকে কেন্দ্র করে দু’দল গ্রামবাসীর সংঘর্ষে ৭ জন গুরুতর আহত হয়েছেন। ১৪ জুলাই রবিবার বিকেলে শেরপুরের শ্রীবরদী উপজেলার মামদামারী গ্রামে ওই সংঘর্ষের ঘটনা ঘটে। আহতরা হচ্ছেন আহিমুদ্দিন (৫৫), তার স্ত্রী জেলেহা বেগম (৫০), দুই পুত্র আলী হোসেন (২৫) ও  আলমগীর হোসেন (২০), আব্দুল হাই (৪৫), তার স্ত্রী ফুলবামরী (৪০) ও সোহরাব আলী (৩০)। তারা এখন শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। ওই দুটি পৃথক মামলা হলেও এ রিপোর্ট লেখা পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি।

Shamol Bangla Ads

জানা যায়, আহিমুদ্দিনের মালিকানাধীন পুকুরপাড়ের একটি কড়ইগাছের ডাল পাশের জমির মালিক আব্দুল হাই শনিবার কেটে ফেললে আহিমুদ্দিন ক্ষিপ্ত হয়। পরে পাল্টা হিসেবে আব্দুল হাইয়ের বাঁশঝাড়ের কয়েকটি বাঁশ আহিমুদ্দিন কেটে ফেললে উভয়পক্ষের মধ্যে বাদানুবাদ হয়। ওই ঘটনার জের ধরে পরদিন রবিবার বিকেলে আব্দুল হাই ও হাসমত আলীর নেতৃত্বে কয়েকজন দেশীয় অস্ত্রপাতি নিয়ে আহিমুদ্দিনের বসতবাড়িতে হামলা চালালে আহিমুদ্দিন, তার স্ত্রী জেলেহা বেগম, দুই পুত্র আলী হোসেন ও  আলমগীর হোসেন গুরুতর আহত হয়। অন্যদিকে আহিমুদ্দিনের লোকজনের আক্রমণে আব্দুল হাই, তার স্ত্রী ফুলবামরী,ও সোহরাব আলী আহত হয়। পরে তাদেরকে শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করা হয়।

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!