স্টাফ রিপোর্টার: গাছ কাটাকে কেন্দ্র করে দু’দল গ্রামবাসীর সংঘর্ষে ৭ জন গুরুতর আহত হয়েছেন। ১৪ জুলাই রবিবার বিকেলে শেরপুরের শ্রীবরদী উপজেলার মামদামারী গ্রামে ওই সংঘর্ষের ঘটনা ঘটে। আহতরা হচ্ছেন আহিমুদ্দিন (৫৫), তার স্ত্রী জেলেহা বেগম (৫০), দুই পুত্র আলী হোসেন (২৫) ও আলমগীর হোসেন (২০), আব্দুল হাই (৪৫), তার স্ত্রী ফুলবামরী (৪০) ও সোহরাব আলী (৩০)। তারা এখন শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। ওই দুটি পৃথক মামলা হলেও এ রিপোর্ট লেখা পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি।

জানা যায়, আহিমুদ্দিনের মালিকানাধীন পুকুরপাড়ের একটি কড়ইগাছের ডাল পাশের জমির মালিক আব্দুল হাই শনিবার কেটে ফেললে আহিমুদ্দিন ক্ষিপ্ত হয়। পরে পাল্টা হিসেবে আব্দুল হাইয়ের বাঁশঝাড়ের কয়েকটি বাঁশ আহিমুদ্দিন কেটে ফেললে উভয়পক্ষের মধ্যে বাদানুবাদ হয়। ওই ঘটনার জের ধরে পরদিন রবিবার বিকেলে আব্দুল হাই ও হাসমত আলীর নেতৃত্বে কয়েকজন দেশীয় অস্ত্রপাতি নিয়ে আহিমুদ্দিনের বসতবাড়িতে হামলা চালালে আহিমুদ্দিন, তার স্ত্রী জেলেহা বেগম, দুই পুত্র আলী হোসেন ও আলমগীর হোসেন গুরুতর আহত হয়। অন্যদিকে আহিমুদ্দিনের লোকজনের আক্রমণে আব্দুল হাই, তার স্ত্রী ফুলবামরী,ও সোহরাব আলী আহত হয়। পরে তাদেরকে শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করা হয়।
