স্টাফ রিপোর্টার : শেরপুরে কিন্ডারগার্ডেন পর্যায়ের প্রাইভেট স্কুল এসোসিয়েশনের এক বিশেষ সভা ১২ জুলাই শুক্রবার বিকেলে শহরের বাগরাকসাস্থ প্রিজম প্রিপারেটরি এন্ড হাইস্কুলে অনুষ্ঠিত হয়। সংগঠনের আহবায়ক মোঃ শহীদুল ইসলামের সভাপতিত্বে ওই সভায় বক্তব্য রাখেন উপদেষ্টা মুহাম্মদ আবু বকর, এডভোকেট রফিকুল ইসলাম আধার, অধ্যাপক মাহবুবুর রহমান, মোঃ মেরাজ উদ্দিন, আব্দুর রহিম মাষ্টার, লিয়াকত আলী, যুগ্ম আহবায়ক খোরশেদ আলম রিপন, আব্দুল মতিন, হীরা, চঞ্চল প্রমূখ।

সভায় কিন্ডারগার্ডেন পর্যায়ে শেরপুর সদরের ২৬ টি প্রতিষ্ঠানের রেজিষ্ট্রেশন কার্যক্রমের অগ্রগতি হওয়ায় এবং ওই কার্যক্রম শেষ হলে আগামী শিাবর্ষে প্রাথমিক শিা বিভাগ থেকে বই সংগ্রহ করতে সকলের হয়রানী শেষ হওয়ার আশায় সন্তোষ প্রকাশ করা হয়। সেইসাথে প্রতিমাসে কার্যকরী পরিষদের ও প্রতি ৩ মাস অন্তর সাধারণ পরিষদের নিয়মিত সভা অনুষ্ঠানসহ আগামী জানুয়ারী মাস পর্যন্ত আহবায়ক কমিটির মাধ্যমেই সংগঠনের কার্যক্রম পরিচালনার সিদ্ধান্ত গৃহীত হয়।
