স্টাফ রিপোর্টার ঃ শেরপুরের শ্রীবরদী থানা পুলিশ ২০ পিছ ইয়াবা ট্যাবলেটসহ শাহী (২৮) নামে এক যুবককে গ্রেফতার করেছে। শনিবার রাতে স্থানীয় খঞ্চেপাড়া বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়। সে উত্তর খঞ্চেপাড়া এলাকার মজিবুর রহমানের ছেলে। রবিবার মাদক আইনের মামলায় তাকে আদালতে সোপর্দ করা হলে আদালত জেলা কারাগারে প্রেরণ করেন।
পুলিশ জানায়, গ্রেফতারকৃত শাহী শ্রীবরদী এলাকায় বেশ কিছুদিন যাবত ইয়াবা ব্যবসা করে আসছে। গোপন সংবাদের ভিত্তিতে শ্রীবরদী থানার এসআই আবুল কালামের নেতৃত্বে একদল পুলিশ খঞ্চেপাড়া বাজারে ক্রেতা সেজে বিকাল থেকে উৎ পেতে থাকে। রাত ৯টার দিকে ২০ টি ট্যাবলেট বিক্রির জন্য নিয়ে আসলে পুলিশ শাহীকে গ্রেফতার করে।
