ঢাকা : আমাদের হাতব্যাগে শুধু প্রয়োজনীয় উপাদানই থাকে না। এটি পরিপূর্ণ থাকে জীবাণু দিয়ে। কি ভাবছেন এটি আবার কেমন কথা! গবেষকরা বলেন, অধিকাংশ নারী বুঝতে পারে না যে, তাদের হাতব্যাগ স্বাস্থ্যের উপর কেমন প্রভাব ফেলে।

মনে করে দেখুন, আপনি যেখানেই যান না কেন আপনার হাতব্যাগ আপনার সাথে থাকে। আপনি নিজের অজান্তেই ব্যাগটি বিভিন্ন স্থানে রাখছেন সেখান থেকেই ব্যাগটি বহন করছে জীবানু। আপনি জেনে অবাক হবেন যে, আপনার মূল্যবান ব্যাগটি আপনার স্বাস্থ্য ঝুঁকির কারণ।
