শ্রীপুর (১৪ মার্চ) : শ্রীপুর উপজেলার জৈনা বাজারের আজিজ প্লাজায় বীথি জুয়েলার্স নামে একটি সোনার দোকান থেকে রঞ্জন চন্দ্র সরকার(৩৩) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি ওই দোকানের কর্মচারী ছিলেন।
বৃহস্পতিবার দুপুরে শ্রীপুর থানা পুলিশ লাশ উদ্ধার করে গাজীপুর সদর হাসপাতাল মর্গে পাঠায়।
নিহত রঞ্জন কালিয়াকৈর উপজেলার ফুলবাড়ীয়া ইউনিয়নের গাছবাড়ীয়া গ্রামের দশরথ চন্দ্র সরকারের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার সকাল ৯টার দিকে দোকান খুলতে গেলে দোকান মালিক বিষ্ণু চন্দ্র সরকার শার্টার খোলা দেখে শার্টারটি টেনে ওপরে তুলেন। পরে ভেতরে প্রবেশ করে বিছানায় শুয়ে থাকা কারিগর রঞ্জন চন্দ্র সরকারকে ডাক দেন। সাড়া শব্দ না পাওয়ায় রঞ্জনের গায়ে জড়ানো কাথা তুলে তার রক্তাক্ত লাশ দেখতে পান।
দোকান মালিক সাংবাদিকদের কাছে অভিযোগ করে বলেন, রাত দেড়টার দিকে দোকান খুলে কাজ করার সময় ডাকাতরা দোকানে হামলা করে। ডাকাতিতে বাধা দেওয়ায় এবং ডাকাতদের চিনে ফেলায় ডাকাতরা রঞ্জনকে খুন করতে পারে। ডাকাতরা সাত ভরি স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে গেছে বলেও দোকান মালিক অভিযোগ করেন।
এ ব্যাপারে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমির হোসেন জানান, খুনের ঘটনায় হত্যা মামলার প্রক্রিয়া চলছে। ডাকাতি কিনা তা তদন্ত করে দেখা হচ্ছে। তবে এ ঘটনায় কাউকে গ্রেফতার করা হয়নি।