ক্রিকেট খেলায় নো বলের আরেকটি নতুন আইন করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। নতুন এ আইনে বোলার বোলিং মার্ক থেকে বোলিং অ্যাকশনে দৌড়ানোর পর, বল না করেই নন স্ট্রাইকারের উইকেট ভাঙ্গলে আম্পায়ার তা নো বলের ঘোষণা দেবেন।
আগে যা ডেড বল বলে স্বীকৃত ছিল।
জিম্বাবুয়ের সঙ্গে বাংলাদেশের প্রথম ওয়ানডে থেকে নো বলের এই নতুন আইন কার্যকর হবে বলে আইসিসি নির্দেশনা বলা হয়েছে।
এ বিষয়ে ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থাটির জেনারেল সেক্রেটারি জিওফ অ্যালারডাইচ বলেন, পরিস্থিতি সামলাতে আগের ডেড বল সিস্টেম অকার্যকর মনে হওয়ায় আমরা মেরিলিয়ান ক্রিকেট ক্লাবের (এমসিসি) পরামর্শে নতুন এই আইনের প্রবর্তন করেছি।