ads

শনিবার , ৬ এপ্রিল ২০১৩ | ৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

চতুর্থ বারের মতো শীর্ষ ধনী কার্লোস স্লিম

শ্যামলবাংলা ডেস্ক
এপ্রিল ৬, ২০১৩ ৭:২৮ অপরাহ্ণ

03যুক্তরাষ্ট্রের প্রভাবশালী ‘ফোর্বস’ ম্যাগাজিনের দৃষ্টিতে চতুর্থ বারের মতো বিশ্বের ধনকুবেরদের তালিকায় শীর্ষস্থান দখলে রেখেছেন মেক্সিকোর ব্যবসায়ী কার্লোস স্লিম। ফোর্বসের হিসেব মতে মেক্সিকোর এই টেলিকমিউনিকেশন ও নির্মাণ ব্যবসায়ীর সম্পদের পরিমাণ ৭ হাজার ৩শ’ কোটি মার্কিন ডলার। ফোর্বসের ধনকুবের তালিকায় দ্বিতীয় স্থানে আছেন সফটওয়ার প্রতিষ্ঠান মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস। ফোর্বসের সমীক্ষা মতে এই মার্কিন ধনকুবেরের সম্পদের পরিমাণ ৬ হাজার ৭শ’ কোটি মার্কিন ডলার। অন্য দিকে আরেক মার্কিন বিনিয়োগকারী ওয়ারেন বাফেটকে হটিয়ে তৃতীয় স্থানে উঠে এসেছেন স্প্যানিশ ফ্যাশন প্রতিষ্ঠান ‘জারা ফ্যাশন’ এর প্রতিষ্ঠাতা স্বত্বাধিকারি আমানিকো অর্তেগা। এক ধাপ অবনতি ঘটেছে ওয়ারেন বাফেটের। তার অবস্থান শীর্ষ ধনকুবেরের তালিকায় চতুর্থ। ফোর্বসের জরিপ মতে, ১০০ কোটি মার্কিন ডলারের বেশি সম্পদ রয়েছে এমন ধনকুবেরের সংখ্যা বিশ্বে ১,৪২৬ জন। এদের স্বীকৃত সম্পদের পরিমাণ ৫ লক্ষ ৪০ হাজার কোটি মার্কিন ডলার। ফোর্বসের মতে, ১০০ কোটি মার্কিন ডলারের বেশি মালিক এমন ধনকুবের সবচেয়ে বেশি রয়েছে যুক্তরাষ্ট্রে অর্থাৎ মার্কিন মুলুকে বিলোনায়ার রয়েছেন ৪৪২ জন। আর এশীয় ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে রয়েছেন ৩৮৬ জন, ইউরোপের ৩৬৬ জন, আমেরিকায় ১২৯ জন এবং মধ্যপ্রাচ্য ও আফ্রিকা রয়েছেন ১০৩ জন। এর আগে, সম্প্রতি বিশ্বের অন্যান্য অঞ্চলের চেয়ে সবচেয়ে বেশি ধনকুবের এশিয়ার নাগরিক বলে একটি প্রতিবেদন করে চীনের প্রভাবশালী অভিজাত ম্যাগাজিন ‘হুরুন’। হুরুনের মতে, ধনাঢ্য মহাদেশ খ্যাত ইউরোপ ও উত্তর আমেরিকার ধনকুবেররাও এশিয়ার ধনকুবেরদের পেছনে। হুরুন তাদের প্রকাশিত প্রতিবেদনে জানায়, জানুয়ারি পর্যন্ত সারাবিশ্বে মোট ১৪৫৩ জন ধনকুবের সম্পর্কে নিশ্চিত হওয়া গেছে যাদের সম্পদের মূল্যমান কমপক্ষে ১০০ কোটি মার্কিন ডলার কিংবা তার চেয়েও বেশি। অভিজাত ম্যাগাজিনটির সমীক্ষা মতে, ১০০ কোটি মার্কিন ডলার কিংবা তারচেয়েও বেশি সম্পদের মালিক এমন ধনকুবের এশিয়ায় রয়েছেন ৬০৮ জন, উত্তর আমেরিকায় ৪৪০ জন এবং ইউরোপে রয়েছেন ৩২৪ জন। ধনকুবের নাগরিকের হিসেবে শীর্ষ দেশ যুক্তরাষ্ট্র ও চীন যথাক্রমে প্রথম ও দ্বিতীয়। সর্বোচ্চ অর্থনৈতিক শক্তিধর দেশ দু’টিতে যথাক্রমে ৪০৮ জন ও ৩১৭ জন ধনকুবের বাস করছেন। এর পরে তৃতীয়, চতুর্থ ও পঞ্চম স্থানে রয়েছেন যথাক্রমে রাশিয়া, জার্মানি ও ভারতের ধনকুবেররা। অভিজাত ম্যাগাজিনটি তাদের প্রকাশিত সমীক্ষায় আরও জানায়, ‘এই গ্রহের সবচেয়ে বেশি সম্পদশালী ব্যক্তি’ মেক্সিকোর টেলিকম কোম্পানির স্বত্বাধিকারি কার্লোস স্লিম। ৭৩ বছর বয়সী এই ধনকুবের সম্পদের মূল্যমান প্রায় ৬ হাজার ছয়শ’ কোটি মার্কিন ডলার। যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারী ওয়ারেন বাফেটের সম্পদের মূল্যমান প্রায় পাঁচ হাজার আটশ’ কোটি মার্কিন ডলার। আর স্পেনের ফ্যাশন ব্রান্ড জারা’র প্রতিষ্ঠাতা আমানিকো অর্তেগা’র রয়েছে কমপক্ষে পাঁচ হাজার পাঁচশ’ কোটি মার্কিন ডলার মূল্যমানের সম্পদ। সে হিসেবে ধনকুবেরের তালিকায় এরা দু’জনে রয়েছেন যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় স্থানে। এ তালিকায় অবশ্য মার্কিন ধনকুবের বিল গেটসের ব্যাপারে উল্লেখযোগ্য কোনো তথ্য দেয়নি হুরুন। চীনের ম্যাগাজিন ‘হুরুন’ আরও জানায়, সারাবিশ্বের ধনকুবেরদের সম্পদের মূল্যমান কমপক্ষে ৫ লক্ষ ৫০ হাজার কোটি মার্কিন ডলার যা জাপানের গত অর্থবছরের বাজেটের সমান। ম্যাগাজিনটির সমীক্ষা মতে, এই তালিকার শীর্ষে থাকা প্রথম ১০ জন ধনকুবেরের সম্পদ প্রতিবছর ২২ শতাংশ হারে বৃদ্ধি পায়। অর্থাৎ প্রতিদিনে বৃদ্ধি কমপক্ষে ২৫ কোটি মার্কিন ডলার! ম্যাগাজিনটির পর্যবেক্ষণ মতে, ধনকুবেরদের এতোসব সম্পদ অর্জনের পেছনে রয়েছে রিয়েল স্টেট, টেলিযোগাযোগ, গণমাধ্যম, প্রযুক্তি ও রিটেইল প্রতিষ্ঠান প্রভৃতি ধরনের ব্যবসা। তবে, ম্যাগাজিনটি জানিয়েছে, প্রাপ্ত তথ্য অনুযায়ীই এ সমীক্ষা প্রকাশ করা হয়েছে। বিশ্বের ধনকুবেরদের সম্পত্তি আরও অনেক বেশিও হতে পারে। কারণ, সমীক্ষা চালানোর সময় কেউ কেউ হয়তো তাদের অবৈধ অর্থের হিসেব গোপন রেখেছেন।

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!