ডেস্ক : কিছুদিনের মধ্যেই মুক্তি পেতে চলেছে পরিচালক মৈনাক ভৌমিক-এর নতুন ছবি ‘আমি আর আমার গার্লফ্রেন্ডস’। তার আগে শহরের একটি পাঁচতারা হোটেলে মুক্তি পেল ছবির ট্রেলর এবং তারই সঙ্গে আয়োজিত একটি ফ্যাশন শো-এ র্যাম্প মাতালেন ছবির গার্লফ্রেন্ডরা- স্বস্তিকা মুখোপাধ্যায়, পার্নো মিত্র আর রাইমা সেন। সেই
ছবি এবার হ্যালো-টুডে ডটকম পাঠকদের জন্য।