প্রথমবারের মতো বৃটেনের বাইরে সৌদি আরবে গেলেন বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান। তাঁর সফর সঙ্গী হিসেবে রয়েছেন স্ত্রী ডা. জোবায়দা রহমান ও কন্যা জাইমা রহমান। পরে বাংলাদেশ থেকে তাদের সঙ্গে যোগ দেন ডা. জোবায়দার মা ইকবাল মান্দ বানু, বড় বোন শাহিনা আক্তার খান বিন্দু, বিন্দুর স্বামী এয়ার কমোডর (অবঃ) সৈয়দ শফিউজ্জামান। তারা গত বুধবার ওমরাহ পালন করেন। এদিকে, ডা. জোবায়দা রহমান শিগগিরই দেশে ফিরছেন বলে একটি সূত্রে জানা গেছে। জানা গেছে, জেদ্দায় পৌঁছার পর সড়ক পথে তারেক রহমান মদীনায় যান। সেখানে মহানবী (সা.) এর রওজা মোবারক জিয়ারত করেন। বুধবার তারেক রহমান মদিনা হতে বিমানযোগে জেদ্দায় যান। ২০০৮ সালের ১১ই সেপ্টেম্বর লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছিলেন তারেক রহমান। এরপর থেকে তিনি সেখানেই বাস করছেন।
